‘নেইমারহীন ব্রাজিলও ভয়ংকর’

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার ফলে এবারের কোপা অভিযান শেষ নেইমারের। তার দল ব্রাজিল এই আসরের সেরা আটে উঠলেও বাকি ম্যাচগুলো দর্শক হিসেবেই উপভোগ করতে হচ্ছে বার্সা তারকাকে। তবে দলীয় অধিনায়ককে ছাড়াও যে সেলেসাওরা দারুণ কিছু করতে পারে সেটা দেখিয়েছে গ্রুপপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে। তাই নেইমারহীন ব্রাজিলকে এখনো খুব ভয়ংকর হিসেবে মানছেন প্যারাগুয়ে ডিফেন্ডার পাওলো দ্য সিলভা।

এবারের কোপা আমেরিকা শিরোপার জন্য ব্রাজিল অন্যতম ফেভারিট একটি দল। গ্রুপ পর্বের গ-ি পেরিয়ে এখন কোয়ার্টার ফাইনালে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। সেমিফাইনালের টিকেট পেতে ২৭ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা। নকআউটপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে দলীয় অধিনায়ক নেইমারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে সেলেকাওদের।

তবে প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে বড় তারকা অনপুস্থিত থাকলেও তার প্রশংসা করে প্যারাগুয়ে ডিফেন্ডার সিলভা বলেন, ‘নেইমার ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ে অবদান রেখে সে নিজের সামার্থ্যরে প্রমান দিয়েছে।’

এক নেইমার না থাকলেও ব্রাজিল দলে তারকা ফুটবলারের কমতি নেই। তাই তারকা বহুল ব্রাজিলের শক্তিমত্তার কথা জানিয়ে সিলভা আরো বলেন, ‘নেইমারকে ছাড়াও ব্রাজিল এখনো অনেক শক্তিশালী রয়েছে। প্রতিপক্ষের বিপক্ষে তাদের যে কেউই ভয়ংকর হয়ে উঠতে পারেন।’



মন্তব্য চালু নেই