নেইমারকে চায় এবার রিয়াল : বার্সা বলছে গুজব!

শীতকালীন ছুটি কাটিয়ে স্পেনে ফিরেই নেইমার জানিয়েছিলেন তাকে পেতে ব্যাপকভাবে আগ্রহী ম্যানচেস্টার সিটি। সেই খবরই এখনও তরতাজা। এর মধ্যেই নতুন খবর দিল গোল.কম।

তারা বলছে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। আর এটাকে শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ কোচ লুইস এনরিক। এ বিষয়ে তিনি বলেন, ‘এসব গুঞ্জন আসলে ফুটবলেরই বৈশিষ্ট্য।’

তবে এসব কী আসলেই গুঞ্জন নাকী বাস্তবতার মুখও দেখতে পারে তার সঠিক উত্তর কেবল সময়ের হাতে। কিন্তু বার্সা যে ব্রাজিলিয়ান অধিনায়ককে দলে রাখার জন্য সকল কিছুই করছে তা অস্বীকার করার কোন উপায় নেই। ইতোমধ্যেই নেইমারের বেতন বাড়ানোর কথাও জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। নেইমার এখন দুর্দান্ত ফর্মে। গত বছর বার্সার ত্রিমুকুট জয়ের পেছনে তার যে ভুমিকা ছিল আলাদা করে উল্লেখ করার মতোই।তাছাড়া কর-ঝামেলায় চরম বিরক্ত নেইমার ও তার বাবা। তাই স্পেনের এই জটিল শহরে নেইমারকে রাখতে অনীহা সিনিয়র নেইমারের।

তবে কাতালান ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। তার আগে অন্তত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সূত্র : গোল.কম



মন্তব্য চালু নেই