‘নূর চৌধুরীর অভিবাসন নবায়ন করেনি কানাডা সরকার’

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম এস এইচ বি এম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি। এটি আমাদের জন্য শুভ সংবাদ।’ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

নূর চৌধুরীকে কানাডা থেকে বহিস্কার করা হয়েছে কিনা- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যেটা শুনেছেন, আমরা তা জেনেছি।

উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা নূর চৌধুরী বঙ্গবন্ধুর ১২ খুনির একজন। বর্তমানে নূর চৌধুরী কানাডায় অবৈধভাবে বসবাস করছেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ছয়জন বিদেশে পালিয়ে রয়েছেন। পলাতকেরা হলেন কর্নেল (অব) খন্দকার আব্দুর রশিদ, লে. কর্নেল (অব) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব) এএম রাশেদ চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, লে. কর্নেল (অব) এস এইচ বি এম নূর চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল মাজেদ। ইতোমধ্যে ১২ খুনির মধ্যে পাঁচজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। তারা হলেন লে. কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর (অব.) বজলুল হুদা, লে. কর্নেল (অব.) মহিউদ্দিন আহম্মেদ (আর্টিলারি) ও লে. কর্নেল (অব.) একেএম মহিউদ্দিন আহম্মেদ (ল্যান্সার)।



মন্তব্য চালু নেই