নীলফামারীর ডিমলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: ”এ্যন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন ” এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে বনার্ঢ্য র‌্যালী বের করে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম,নীলফামারী-১ সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোকবুল হোসেন, অধ্যক্ষ আব্দুল কাদের বিএমআই প্রমুখ ও ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীরা বনার্ঢ্য র‌্যালীতে অংশগ্রহন করেন।

রালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনারে নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম। সেমিনারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিবসটির পরিসমাপ্তি করা হয়।



মন্তব্য চালু নেই