নিয়ম ভঙ্গ করে অস্কারের জন্য লিওনার্দোর নাম

হলিউডের চলচ্চিত্র নির্মাতা হার্ভে উইনস্টেইন। অ্যাকাডেমি অব দ্য মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সাইন্সেস(অস্কার) এর সদস্য। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিয়ম ভঙ্গ করে তিনি অস্কার পুরস্কারের জন্য প্রধান চরিত্রের জন্য অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও নাম উল্লেখ করেছেন।

‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিওকে মনোনীত করা হয়। অ্যামফার নিউইয়র্ক গালাতে বুধবার তার নাম মনোয়ন করা হয়। মি: উইনস্টেইন লিওনার্দোর কাজের প্রশংসা করেছেন।

মি: উইনস্টেইন লিওনার্দোর নাম নিয়ে মঞ্চে চিৎকার করে বলেন, একজন অ্যাকাডেমি সদস্য হিসেবে অস্কার পুরস্কারের জন্য কারো নাম বলাটা ঠিক নয়। কিন্তু আমাকে বলতে হচ্ছে ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তার অস্কার পাওয়া উচিত।

মি: উইনস্টেইন আরও বলেন, কাজের প্রতি তার নিষ্ঠা এবং যেভাবে সে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে তা এককথায় চমৎকার, অসাধারণ। এ রকম বিস্ময়কর এবং অসাধারণ কারো সঙ্গে আমি এখনো কাজ করার সুযোগ পাইনি।

৮৮তম অস্কার পুরস্কার অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই