নিহত ইশরাতকে নিয়ে যা বললেন জয়া আহসান

১ জুলাই শুক্রবার গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় নিহত ইশরাত আকন্দ অভিনেত্রী জয়া আহসানের ছোটবেলার সঙ্গী। ইশরাত আকন্দ নেই এই খবরে ভেতরে ভেতরে ভেঙে পড়েন জয়া আহসান।

ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে জয়া আহসান বলেন, ইশরাত আপার খবরটা পেলাম। তাকে ওরা মেরে ফেলেছে। আমরা একই জায়গায় আঁকা শিখেছি ছোটবেলায়। এক সঙ্গে হাতে তুলি ধরতে, রং দিতে শিখেছি। আশ্চর্য প্রাণবন্ত মানুষটির সঙ্গে আর দেখা হবে না? ভাবতে পারছি না।

শুক্রবার ছিল জয়া আহসানের জন্মদিন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’র জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার নিতে একটু বাদেই মঞ্চে ওঠার কথা ছিলো তার। কিন্তু সেখানে আর থাকতে পারেননি তিনি।

জয়া বলেন, সারাদিন আর কোনও অনুষ্ঠানে থাকতে পারিনি। জন্মদিনের সব রং মুহূর্তে কালো! জঙ্গিরা আমার জন্মদিনের স্বাদটা চিরদিনের জন্য নষ্ট করে দিল।

সেই সময়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে নর্থ অ্যাটলান্টিক বেঙ্গলি কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিলেন জয়া আহসান। ঈদের সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।



মন্তব্য চালু নেই