নিষেধাজ্ঞার পর সুয়ারেজের প্রথম গোল

চার মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন লুইস সুয়ারেজ।

সেজন্য ক্লাব ও জাতীয় দলের হয়ে বিশ্বকাপের পর থেকেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি বার্সেলোনার উরুগুয়ান ফরোয়ার্ড। কিন্তু তাতে ধার কমেনি ফুটবলের ব্যাড বয়ের। সোমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওমানকে ৩-০ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার।

মাসকটের আল বুরাইমি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি উরুগুয়ে ও সুয়ারেজ কেউই। তবে বিরতি থেকে ফিরে এই অচলাবস্থা ভাঙে। খেলার ৫৭ মিনিটে প্রথম গোলের দেখা পান সুয়ারেজ। এরপর ৬৬ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও বার্সা ফরোয়ার্ডের। আর লাতিন আমেরিকার দলটির তৃতীয় গোলটি রদ্রিগেজের।

প্রসঙ্গত, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির জর্জিও চিয়েলিনিকে কামড় দেয়ার পর নিষিদ্ধ হয়ে এই প্রথম দেশের জার্সিতে গোল পেলেন সুয়ারেজ। এর আগে নিষেধাজ্ঞা নিয়ে সৌদি আরবের বিপক্ষেও প্রীতি ম্যাচেও উরুগুয়ের জার্সি গায়ে চড়িয়েছিলেন সুয়ারেজ।



মন্তব্য চালু নেই