নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানের চার ক্রিকেটার!

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশকাপেও ব্যর্থ পাকিস্তান দল। আর এ দলের এ ব্যর্থতায় বোর্ডের কাছে বিপর্যয়ের রিপোর্ট পেশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আর এ রিপোর্টে দলের চার খেলোয়াড় উমর আকমল, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও আহমেদ শেহজাদকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। মূলত কোচ ওয়াকার ইউনুসের দেয়া রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত এই রিপোর্ট করেছে পিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

চার সিনিয়র ক্রিকেটারের ব্যাপারে প্রতিবেদনে সাফ বলা হয়েছে, ‘বিস্ময়কর ভাবে তারা মানসম্পন্ন ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন আর ‘সন্দেহজনক’ কিছুর গন্ধ পাওয়া গেছে। এছাড়া এ কমিটি আফ্রিদির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছে।

বিশ্বকাপের সুপার টেন থেকেই বিদায় নেয় পাকিস্তান। একমাত্র ইডেনে বাংলাদেশের বিপক্ষেই জিততে পারে শহীদ আফ্রিদির দল। এর বাদে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে দেশে ফিরেছে শহীদ আফ্রিদির দল।



মন্তব্য চালু নেই