নিলয় হত্যা পূর্বপরিকল্পিত, দাবি পুলিশের

রাজধানীর উত্তর গোড়ান এলাকায় ব্লগার নিলয় নীলের হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম শাখার যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়।

শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে খিলগাঁওয়ের উত্তর গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলির ওই বাসা থেকে ব্লগার নিলয় নীলের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর পুলিশ, র্যা ব ও সিআইডির বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কৃষ্ণ পদ রায় জানান, নামাজের সময় আশেপাশের বাড়িগুলোতে লোকজন কম থাকে। এ সুযোগটিকে তারা কাজে লাগিয়ে হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অংশ নেয়। রাম দা’র মতো ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের ঘাড় ও গলায় আঘাত করে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।



মন্তব্য চালু নেই