নিলামে বিক্রি হিটলারের মূর্তি

নিলামে অ্যাডলফ হিটলারের একটি মূর্তি ১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি করলেন ইতালীয় ভাস্কর মরিজিও ক্যাটেলান। মোম ও রেজিন দিয়ে বানানো হিটলারে, নিলডাউনের মতো করে হাঁটু মুড়ে বসে একনায়ক। যার নাম দেয়া হয়েছে ‘হিম’।

গত রোববারই মূর্তিটি বিক্রি হয়ে গিয়েছে। সম্প্রতি একটি বিশেষ নিলামে আরও ৩৯টি মূর্তির সঙ্গে ছিল ক্যাটেলানের মূর্তিও।

২০০১-এ এই মূর্তিটি বানিয়েছিলেন ক্যাতেলান।

নিলামের দাম শুনে অকপটে শিল্পীর স্বীকারোক্তি, আমি তো সেই কবেই এটা নষ্ট করে ফেলতে চেয়েছিলাম। বার কয়েক ভাঙার চেষ্টা করেও, বিরত হই।



মন্তব্য চালু নেই