নির্বাচন শেষে ব্যাগ গুছিয়ে বাড়ি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা বলেছেন, তার দেশের জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর তিনি আর ক্ষমতায় থাকবেন না। ব্যাগ গুছিয়ে সোজা বাড়িতে চলে যাবেন।

ব্যাংককে বার্তা সংস্থা আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ওঁচা বলেন, নির্বাচনী রোডম্যাপের আওতায় সেনা সরকার প্রথম ধাপ শেষ করেছে। এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে। এর আওতায় তারা সংবিধান সংশোধন করছেন।

তিনি বলেন, ‘জনগণ যখন নতুন সংবিধান বুঝে পেলে এটি তার পরের ধাপে নিয়ে যাবে, অর্থাৎ নির্বাচন। আর নির্বাচন শেষে আমি আমার ব্যাগ গুছিয়ে ফেলব এবং বাড়ি চলে যাবে। বাড়িতে বসে আমি সঠিক নির্দেশনায় থাইল্যান্ডের উন্নয়ন দেখব আমি।’

প্রসঙ্গত, গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করেন ওঁচা। ক্ষমতা দখলের পর দেশটির সংবিধান নতুন করে লেখার নির্দেশ দেন তিনি। অধিকার গ্রুপগুলির দাবি, নতুন সংবিধানে ভিন্নমত প্রকাশকে সীমিত করা হচ্ছে । একইসঙ্গে রাজনীতিবিদদের ক্ষমতাও কমিয়ে আনা হচ্ছে।



মন্তব্য চালু নেই