নির্বাচন বয়কটের সম্ভাবনা নেই : আফরোজা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন বয়কটের কোন সম্ভাবনা নেই।

রোববার দুপুরে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের কাছে ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আফরোজা আব্বাস দাবি করেন, ‘সরকারের সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, আমরা তা করিনি।’

তিনি বলেন, ‘আমরা গত ১০ এপ্রিল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। কিন্তু আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, পদে পদে বাধা দেওয়া হচ্ছে।’

আফরোজা আব্বাস বলেন, ‘প্রার্থীর পক্ষে লিফলেট, পোস্টার বিতরণ করতে বাধা দেওয়া হচ্ছে, ছিঁড়ে ফেলা হয়েছে। অত্যাচার করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের ওপর।’

তিনি বলেন, ‘মির্জা আব্বাসকে সরকার জামিন দেয়নি। তাই আমি তার পক্ষে প্রচারণা চালাচ্ছি।’

সেনাবাহিনী জনগণের সঙ্গে থেকে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করবে বলেও আশা করেন তিনি।

এই মুহূর্তে এসে নির্বাচন বয়কটের কোন সম্ভাবনা নেই বলে আফরোজা আব্বাস।



মন্তব্য চালু নেই