নির্বাচন কমিশন সরকারের ঢাক-ঢোল পেটাচ্ছে

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনের ওপর অভিযোগ জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের আনন্দের ঢাক-ঢোল পেটাচ্ছে। তারা কোনো সাংবিধানিক দায়িত্ব পালন করছে না।’

শনিবার দুপুর ১২টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হয়েছে। তবে জনগণের হার হয়েছে। পৌরসভার নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করতে পারেনি। যেখানে গণতন্ত্র অবরুদ্ধ, নেতাকর্মীদের নামে পাশে মামলা-হামলার দায় চাপিয়ে দেয়া হয়েছে। সেখানে খুব অল্প কয়েকজন নেতাকর্মী মাঠে কাজ করতে পেরেছে।’

২০ দলীয় জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে এমন প্রশ্নের জবাবে রিজভী এরশাদ সরকারের উদাহরণ টেনে বলেন, ‘যখন কোনো সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা এ ধরনের কাজ করেন। বিগত সময়ে এরশাদ সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বর্তমান সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে তারাও এ ধরনের কাজ করছেন।’

ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে রিজভী বলেন, ‘মহাসাগর থেকে এক বালতি পানি তুলে নিলে কী আর মহাসগর শুকিয়ে যায়?’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহিন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোটেক কামরুল মনির, মহানগর সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও বোলালিয়া থানার সভাপতি সাইদুর রহমান পিন্টু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।



মন্তব্য চালু নেই