‘নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ’

সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসায় নির্বাচনের সার্বিক অবস্থা তুলে ধরে রোববার দুপুরে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশ নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্যাতনের মাত্রা ততই বাড়ছে।

নির্বাচনে বিএনপির ভরসা কি, এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব ইসির। আর তাতে সহায়তা করার দায়িত্ব প্রশাসনের। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হলে আমরা মেনে নেব।’

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ দলের নেতাকর্মীরা।



মন্তব্য চালু নেই