‘নির্বাচন কমিশন অসহায়, বিএনপি হতাশ’

পৌর নির্বাচন নিয়ে বিএনপি হতাশ বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপর্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

বুধবার বিকেলে বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কার্যালয়ে লিখিত অভিযোগে এ কথা বলেছেন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড দেখে মনে হয়েছে তারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই। কমিশন অসহায় হয়ে পড়েছে। নির্বাচন কমিশন আমাদের যে আশ্বাস দিয়েছিল, তা তারা রাখতে পারেননি। যা দেখে বিএনপি হতাশ।’

মাহবুব বলেন, ‘মাঠ পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তাদের কতোটা নিয়ন্ত্রন ছিল এ ব্যপারে আমাদের সন্দেহ রয়েছে।’

‘কমিশনকে আমাদের কিছুটা অসহায় মনে হয়েছে। স্থানীয় প্রসাশনের ওপর তাদের কতোটা কর্তৃত্ব বজায় ছিল সেটিই প্রশ্ন।’

‘আমাদের শেষ কথা, আমরা গণতন্ত্রের পথে আছি, গণতন্ত্রের পথে থাকবো’। বলেন তিনি।
স্থগিত ভোট কেন্দ্রে পুন:ভোট দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা আশা করবো, যেসব জায়গায় ভোট কেলেঙ্কারি হয়েছে, দখল হয়েছে, জালভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। ফলে যারা অনিয়ম করেছে তারা আর উৎসাহিত হবেন না।’

কয়টি কেন্দ্রে অনিয়ম হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইসিতে সুনির্দিষ্ট তালিকা দিয়েছি, শতাধিক কেন্দ্র থেকে এ ধরনের ঘটনা ঘটেছে, আরো তালিকা আসবে। নির্বাচন কমিশনের কাছেও তালিকা রয়েছে। সে তালিকা পর্যবেক্ষণ করলে বহু কেন্দ্রের ভোট স্থগিত হবে। এটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ইতিবাচক হবে বলেও আমরা বিশ্বাস করি।’



মন্তব্য চালু নেই