ঢাকা উত্তরের প্রার্থীদের সাথে বৈঠককালে প্রধান নির্বাচন কমিশনার :

নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ-সুবিধা পাবে

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহণকারী সকল প্রার্থীদের জন্য সমান সুযোগ-সুবিধা থকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

রোববার দুপুরে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনিস্টিটিউটে ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে ইসির বৈঠককালে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতিটি বিষয়ে আপিলের সুযোগ থাকবে। তাই কোন প্রার্থী যেন আইন ভঙ্গ না করেন।

তিনি বলেন, প্রার্থীদের অভিযোগ উচ্চ আদালতে আপীল করলে আশা করা যায় ন্যায় বিচার পারেন।

নির্বাচন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, আইন মেনে নির্ভয়ে কাজ করুন। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোট দেয়ার সুব্যবস্থা করার নির্দেশ দেন কাজী রকিব।

সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের কেউ ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর খামারবাড়ী সড়কসংলগ্ন কৃষিবিদ ইনিস্টিটিউটে (কে আই বি কমপ্লেক্স) আয়োজিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, প্রার্থীরা, ইসির কর্মকর্তা, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টরা।

বৈঠকে ঢাকা উত্তর সিটির সকল মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল।



মন্তব্য চালু নেই