নির্ধারিত বয়সের পূর্বে বিয়ে করলে চাকরি নেই!

নির্ধারিত বয়সের পূর্বে বিয়ে করলে এবং দুটির বেশি সন্তান নিলে ওই দম্পত্তির কেউ (নারী-পুরুষ) সরকারি চাকরি পাবে না। চাকরি পাওয়ার ক্ষেত্রে এমন শর্তসহ ভারতের আসাম রাজ্যর খসড়া জনসংখ্যা নীতি প্রকাশ করা হয়েছে।

রোববার রাজ্যর স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ জনসংখ্যা নীতির খসড়া প্রকাশ করেন। প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, কেবল মাত্র এ শর্ত মানলেই সরকারি চাকরি পাওয়া যাবে। এমনকি চাকরি জীবনেও এ শর্ত মানতে হবে। তবে চাকরি জীবনে কেউ এ শর্ত না মানলে কি হবে তা স্পষ্ট করে বলা হয়নি।

হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন ‘রাজ্য শাসন ব্যবস্থা অংশ হিসেবে এ নীতি প্রস্তাব করা হয়েছে। বিয়ের জন্য ন্যূনতম যে বয়স নির্ধারণ করা হয়েছে তা মানা বাধ্যতামূলক। আর তা মানলেই কেবল সরকারি চাকরি পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘হাল চাষের জন্য ট্রাক্টর দেয়া, ঘর দেয়া বা অন্যান্য সরকারি কর্মসংস্থান প্রকল্পের ক্ষেত্রে দু’সন্তান নীতি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের ছাত্রীরা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবে।’

উল্লেখ্য, ভারতে নারীদের ১৮ এবং পুরুষদের জন্য ২১ বছর বিয়ের বয়স নির্ধারণ করা আছে।



মন্তব্য চালু নেই