নিরাপত্তা ইস্যুতে আমেরিকা থেকে বাংলাদেশ এগিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ আমেরিকা থেকে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘আমেরিকায় প্রতিদিন যে পরিমাণ খুন হয়, বাংলাদেশে তা এক মাসেও হয় না।’

শরীয়তপুর স্টেডিয়াম মাঠে জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা পুলিশের উদ্যোগে ‘জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০১৬’ উপলক্ষে শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ জনতা কাছাকাছি আসতে পেরেছে। এতে প্রমাণিত হয়, পুলিশ ভালো কাজ করছে। পুলিশ আগের অবস্থায় নেই। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ কাজ করছে। এ জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

এসময় তিনি জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে পুলিশকে সহায়তার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নতির চরম শিখরে উঠছে। শেখ হাসিনার বিকল্প কেউ নেই, তিনিই তার বিকল্প। শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের অগ্রগতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘ঔপনিবেশিক আমলে পুলিশ ও জনতার মধ্যে দূরত্ব ছিল। পুলিশ দেখলে জনগণ ভয় পেত। কমিউনিটি পুলিশিংয়ের কারণে জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করছে। এতে করে পুলিশের প্রতি মানুষের অস্থা ফিরে এসেছে। পুলিশ সব কাজ করতে পারবে না। রাষ্ট্রের জনগণকে পুলিশের কাজে সহায়তা করতে হবে। এলাকার ছোটখাট দ্বন্দ্ব কমিউনিটি পুলিশিংয়ের মধ্যমে নিরপেক্ষ ও সততার সাথে সমাধান করতে হবে।’

শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, সাংসদ নাহিম রাজ্জাক, সাংসদ নাভানা আকতার, স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, জেলা প্রশাসক মো. মাহমুদুল হুসাইন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।



মন্তব্য চালু নেই