নিরাপত্তার শঙ্কা থাকলে কেউই সমাবেশের অনুমতি পাবে না

নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্তের কথা আজ বিকালে জানাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপিনিউজে’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, ৫ জানুয়ারিতে একই জায়গায় সমাবেশ করতে লিখিত আবেদন জানিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে, বিকালে তাদের রিপোর্ট পাওয়া যাবে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে-অনুমতি দেয়া হবে কি হবে না। তবে নিরাপত্তার শঙ্কা থাকলে কোনো দলই অনুমতি পাবে না।

ডিএমপি কমিশনার জানান, এই সমাবেশকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না, সে যেই হোক।

এর আগে সকালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিএমপি।



মন্তব্য চালু নেই