নিবিড় পর্যবেক্ষণে সমাজকল্যাণমন্ত্রী, দোয়া চাইল পরিবার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

মন্ত্রীর সঙ্গে থাকা তার ছোট মেয়ে সাবরিনা শারমিন এ সব কথা জানিয়েছেন বলে রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

শনিবার মন্ত্রীকে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের ‘মাউন্ট এলিজাবেথ’ হাসপাতালে ভর্তি করানোর কথা থাকলেও সিঙ্গাপুরে পৌঁছে পারিবারিক সিদ্ধান্তে তাকে ‘সিঙ্গাপুর জেনারেল’ হাসপাতালে ভর্তি করা হয়।

সমাজকল্যাণমন্ত্রী গত ৩ সেপ্টেম্বর ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় মন্ত্রী নিজেই ড্রাইভারকে ডেকে রাজধানীর শাহাবাগ বারডেম হাসপাতালে যান। কর্তব্যরত ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করেন। গত ৩ ও ৪ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তার অবস্থার উন্নতি না হলে গত ৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় মন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনও রয়েছেন।



মন্তব্য চালু নেই