নিজের মা সম্পর্কে যা বললেন অপু

বাংলা চলচ্চিত্রের অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৪ সালে আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।

এরপর ২০০৬ সালে এফআই মানিকের পরিচালনায় ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন। এরপর কখনো আর পিছন ফিরে তাকতে হয়নি এই গ্লামারগার্লকে। আজও অপু বিশ্বাসের জয়রথ ছুটেই চলছে।

সম্প্রতি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে অপু বলেন, ব্যক্তিজীবনে মা আমার তারকা। একদিকে তিনি যেমন আমার মা, তেমনি তিনি আমার ভালো বন্ধুর মতো। আমার চাচা ছিলেন যিনি বর্তমানে বেঁচে নেই। তিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন। চাচা আমার বাবার মত করে সবকিছুর খোঁজ খবর রাখতেন।

উল্লেখ্য, রোজার ঈদে অপু বিশ্বাসর ‘হিরো দ্য সুপারস্টার’ নামে একটি ছবিটি মুক্তি পাই। পরিচালক আবদুল্লাহ জহির বাবু ও শামীম আহমেদের ‘গাদ্দার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস। সবকিছু সঠিক ভাবে হলেই আগামী শীতের শুরুতেই চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই