নিজামীর ফাঁসিতে সাঁথিয়ায় আনন্দ মিছিল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে। এ খবরে পাবনার সাঁথিয়ায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসি কার্যকর হয়। এর পরই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে সাঁথিয়ার প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে। থানার সামনে গিয়ে মিছিল শেষ হয়।

মিছিল শেষে সাঁথিয়ার আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশের মাটিতে কোনো রাজাকারের জায়গা নেই। আর আগামীতেও জায়গা থাকবে না। একাত্তরের এই আলবদর নেতা নিজামীর ফাঁসিতে সাঁথিয়াবাসী আনন্দিত বলে তারা দাবি করেন।

নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে থেকে সাঁথিয়ার মন্মথপুর গ্রামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কোনো মিডিয়া কর্মীকে কবরস্থানের আশপাশে যেতে দেওয়া হয়নি। রাত দেড়টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা কবরস্থান সড়কের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।



মন্তব্য চালু নেই