নিজামীর ফাঁসিতে পাকিস্তানের শোক বিবৃতি

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে পাকিস্তান।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত রাখতে চাওয়া ছিল নিজামীর একমাত্র অপরাধ।

মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন তুলেছে ইসলামাবাদ। এই বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ এবং গণতন্ত্রবিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৭৪ সালে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার এ ধরনের বিচার বন্ধ করে এবং দোষীদের সাধারণ ক্ষমার ঘোষণা করেছিল।

চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুতি রক্ষা করা উচিৎ বলে মনে করে পাকিস্তান।

নিজামীর শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছে পাকিস্তান।

নিজামীর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ ও মো. কামরুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময়ও একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল পাকিস্তান।



মন্তব্য চালু নেই