নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্র উম্মোচন করল ইরান

নিজস্ব প্রযুক্তিতে ট্যাংক, স্নাইপার রাইফেল এবং রোবটসহ সামরিক সরঞ্জাম তৈরি করেছে ইরান। ইরানের সেনা দিবসের আগে বুধবার এ সব সরঞ্জামের উন্মোচন করা হয়।

সমরাস্ত্র উম্মোচন উপস্থিত ছিলেনঅনুষ্ঠান ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা-পুরদাস্তান।

আট চাকার আকরেব নামের ট্যাংক ৯৯এমএম কামান রয়েছে এবং এটি চারজন সেনা বহন করতে পারবে। চার গুন ৪ শ্রেণীর রোবট ৬০০ কিলোগ্রাম ওজনসহ দু’টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে। পূর্ব নির্ধারিত অপারেশন চালাতে সক্ষম এই রোবট।

এসব সামরিক সরঞ্জামের মধ্যে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম অতি হালকা যুদ্ধ যানও রয়েছে। এক আসনের চার টনের এ যান চারশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তৎপরতা চালাতে পারবে।

এছাড়া বাহের নামের ২৩ এমএম বিমান বিধ্বংসী কামান বুলেট প্রুফ পোশাক ভেদ করতে পারবে এবং এর ওজন ২৪ কিলোগ্রাম। এ ছাড়া, শাহের নামের ১৪ দশমিক ৫ মিলিমিটার স্নাইপার রাইফেল সর্বোচ্চ তিন কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারবে।



মন্তব্য চালু নেই