নিউজ ফিডে পরিবর্তন আনছে ফেসবুক

ফেসবুকের নিউজ ফিডে বড় ধরণের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নিউজ ফিড আরো বেশি তথ্য বহুল হবে। বিশেষ করে বন্ধুদের আপডেট নোটিফিকেশন নতুন নিউজ ফিডে বেশি থাকবে।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ্য মাধ্যম ফেসবুক জানিয়েছে, নিউজ ফিডে বন্ধুদের হালনাগাদ তথ্য পরিবেশন করা হয়। অনেক সময় ব্যবহারকারী নোটিফিকেশনের যন্ত্রণায় অস্থির হয়ে যান। নতুন নিউজ ফিড এমন ভাবে সাজানো হবে যাতে গুরুত্বপূর্ণ ফিড গুলোই প্রদর্শন করা হবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, নিউজ ফিডের উদ্দেশ্য হলো, অন্যরা ফেসবুকে কি করছে তা ব্যবহারকারীকে জানানো। ফেসবুক ফ্রেন্ডদের স্ট্যাটাস, ছবি এবং ভিডিও তাদের ওয়ালে না গিয়েও নিউজ ফিডের মাধ্যমে দেখার সুযোগ আছে।



মন্তব্য চালু নেই