নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ক্রিস্টচার্চ শহর থেকে ৯১ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ক্রিস্টচার্চ নিউজিল্যান্ডের একটি বৃহত্তম শহর। এর আগে ২০১১ সালে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ওই শহরের ১৮৫ জন প্রাণ হারায়। ভূমিকম্পের আঘাতে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতের ওই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।



মন্তব্য চালু নেই