নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দলে মোস্তাফিজ

সিডনিতে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান। প্র্যাকটিস সেশনে নেটে বোলিং করেছেন ৫০ থেকে ৬০ ভাগ ফিটনেস নিয়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানিয়েছেন, শতভাগ ফিটনেস না ফেরা পর্যন্ত তাকে খেলানোর ঝুঁকি নেয়া হবে না।

এই যখন পরিস্থিতি, তখন তাকে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে মোস্তাফিজের নামও। ২২ ডিসেম্বর অকল্যান্ডের ওয়াঙ্গারেইতে প্রস্তুতি ম্যাচ এবং ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

২৩ জনের দল থেকে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের ওয়ানডে দল।

একমাত্র প্রস্তুতি ম্যাচ এবং প্রথম ওয়ানডের বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় এবং তানভির হায়দার।



মন্তব্য চালু নেই