নিউইয়র্কে মোহাম্মদ আলীর নামে সড়ক

সদ্য প্রয়াত কিংবদন্তির মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সড়কের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার দ্য ম্যানহাটন স্ট্রিটের নাম পাল্টে ‘মোহাম্মদ আলী ওয়ে’ রাখা হয়।

দ্য ম্যানহাটন স্ট্রিটের কাছেই অবস্থিত বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন। এখানে আটবার মুষ্টিযুদ্ধ খেলেছেন তিনবারের হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন মোহাম্মদ আলী।

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও এক বিবৃতিতে বলেছেন, ‘ মোহাম্মদ আলী ছিলেন চ্যাম্পিয়ন, অধিকারকর্মী ও স্বঘেষিত গ্রেটেস্ট। সারাজীবন তিনি একের পর এক উপাধি পেয়েছেন। আজ আমরা এই শহরের হৃদয়ে থাকা মানুষটির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

স্থানীয় সময় শুক্রবার রাতে ৭৩ বছর বয়সী মোহাম্মাদ আলী মারা যান। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য রোরি জনসন এক বিবৃতিতে বলেছেন, ‘মোহাম্মদ আলী তার সাহসিকতা দিয়ে আমেরিকাকে অনুপ্রাণিত করেছেন। তিনি অসাম্যের বিরুদ্ধে লড়াই করেছেন এবং বিজয়ী হয়েছেন। আর এটা করে তিনি বিশ্বকে পাল্টে দিয়েছেন।’



মন্তব্য চালু নেই