নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যাকারীর নাম প্রকাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশির হত্যাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির পুলিশ। স্প্যানিশ বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম অসকার মোরেল, বয়স ৩৫।

নিউইয়র্কের আল ফুরকান মসজিদের বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তার সহযোগীকে হত্যা করায় রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পূর্ব নিউইয়র্কের সেভেন্টি ফাইভ প্রিসিংক্টের ওজোন পার্ক থেকে অসকার মোরেলকে আটক করা হয়।

সোমবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তি মুসলিমদের প্রতি সহিংস মনোভাব থেকেই ইমাম এবং তার সহযোগীকে হত্যা করেছেন। তিনি মুসলিম ও স্প্যানিশদের মধ্যে বিবাদ তৈরির চেষ্টা করছিলেন।

ওই ব্যক্তিকে রোববার রাতে আটক করে পুলিশ।

শনিবার বেলা ২টায় জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে নিউইয়র্কের আল ফুরকান জামে মসিজদের ইমাম আলাউদ্দিন আকনজি (৫৫) ও তারা মিয়া নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

রোববার ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ঘাতকের ছবি প্রকাশ করে নিউইয়র্ক সিটি পুলিশ। এ ছাড়া হামলা দৃশ্যের একটি ভিডিওর ফুটেজও প্রকাশ করা হয়। ওই ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করেই ওসকার মোরেলকে আটক করে পুলিশ।



মন্তব্য চালু নেই