নায়ারের কাছে শেষ বলে হারল মুস্তাফিজরা

আইপিএলের চলতি আসরে দিল্লি ডেয়ারডেভিলস একমাত্র দল যারা দুই-দুইবারই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে।

প্রথম ম্যাচে হায়দরাবাদের ঘরের মাঠে তারা ওয়ার্নারদের হারায় ৭ উইকেটে। আর শুক্রবার রায়পুরে ৬ উইকেটে হারিয়েছে অরেঞ্জ শিবিরকে।

রায়পুরে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে শেষ বলে চার মেরে দিল্লির জয় নিশ্চিত করেন করুন নায়ার। তিনি ৫৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৩ রান করে অপরাজিত থাকেন। রিশাপ প্যান্টের ব্যাট থেকে আসে ৩২ রান।

জয়ের জন্য শেষ ওভারে ১১ রানের প্রয়োজন ছিল। প্রথম ৪ বলে ৫ রান নেন নায়ার ও স্যামসন। পঞ্চম বলে চার মারেন নায়ার। ফলে শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল। সেখানে চার মেরে জয় নিশ্চিত করেন নায়ার।

আইপিএলে নিজের সেরা ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন করুন নায়ার।

বল হাতে হায়দরাবাদের বারিন্দার ৩৪ রানে ২টি উইকেট নেন। একটি উইকেট নেন মুস্তাফিজ।

এর আগে হায়দরাবাদের ইনিংসে ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ৮ চার ও ১ ছয়ে ৭৩ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া বাকিদের কেউ তেমন উল্লেখযোগ্য রান পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন মইসেস হেনরিকস। ফলে ২০ ওভারে তাদের সংগ্রহ ১৫৮ রানের বেশি হয়নি।

বল হাতে দিল্লির কার্লোস বার্থওয়েট ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন কাল্টার নাইল ও জেপি ডুমিনি।

এই ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ। শেষ ম্যাচে মুস্তাফিজরা মুখোমুখি হবে সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের।



মন্তব্য চালু নেই