নায়ারকে অভিনন্দন জানালেন শেবাগ

ভারত ক্রিকেটে শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার দু’হাত ভরে দিয়েছেন। ব্যক্তিগত অর্জনেও তারা বেশ এগিয়ে। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন গাভাস্কার। আর এই ফরম্যাটের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তো টেন্ডুলকারের, ১৫৯২১ রান।

কিন্তু ভারতের এই দুই কিংবদন্তী ক্রিকেটার ব্যাট-প্যাট তুলে রেখেছিলেন বড় এক আক্ষেপ নিয়েই। টেস্টের গোটা ক্যারিয়ার জুড়ে একটা ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। কিন্তু এই ট্রিপল সেঞ্চুরিটা করুন নায়ার পেয়ে গেলেন মাত্র তৃতীয় টেস্টেই। সত্যিই অসাধারণ!

ইংল্যান্ডের বিপক্ষে ৩৮১ বলে ৩২টি ও ৪টি ছক্কায় অনবদ্য ৩০৩* রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন নায়ার। এই ইনিংসই অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাকে। শেবাগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন নায়ার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫ নম্বরে ব্যাট করতে নেমে সর্বাধিক রানের মালিক এখন শুধু তিনিই।

রেকর্ড গড়া এই ইনিংস খেলার পর শেবাগ টাইটারে অভিনন্দন জানান নায়ারকে। লিখেছেন, ‘৩০০ ক্লাবে তোমাকে স্বাগত। গত ১২ বছর ৮ মাস ধরে এখানে একা ছিলাম। তোমার জন্য অনেক শুভকামনা রইলো।’



মন্তব্য চালু নেই