নাশকতার সময় দেশের সম্পদ রক্ষা করেছে আনসারা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

জামায়াত-বিএনপির নাশকতার সময় আনসার বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের সম্পদ রক্ষা করেছে। সরকার আনসার বাহিনীর সমস্য সমাধানে সচেষ্ট। তাদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে। গ্রাম উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় আনসার ভিডিপির নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও রাজশাহী জেলা সমাবেশ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জটিলতাগুলো কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার।

নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি ও উপ মহাপরিচালক (প্রশাসন) কর্নেল একেএম আসিফ ইকবাল।



মন্তব্য চালু নেই