নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

রাজশাহী : রাজশাহীর পূর্ব জেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা জালালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান হাফিজ জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়কে ঘিরে নাশকতার জন্য বানেশ্বর এলাকায় দলীয় কর্মীদের জড়ো করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

মোস্তফা জালাল রাজশাহী পূর্ব জেলা জামায়াতে ইসলামীর আমির। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আজ গোপনে খবর পেয়ে নাশকতার আগেই তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি তদন্ত হাফিজুর রহমান।

এদিকে, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাজশাহী নগরীর সপুরা এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। নগর জামায়াত নেতা এমাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই