রাণীনগরে অসহায়-দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে

নারী সমাজকে বেকার রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় : এমপি ইসরাফিল আলম

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, দেশের মোট জন সংখ্যার অর্ধেক নারী, আর এই নারী সমাজকে বেকার রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাদের জীবন যাত্রার মান, কর্মক্ষেত্রের প্রশার বাড়াতে হলে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের বেকারত্ব দূর করা সম্ভব। এক জন নারী পরিবারের বুঝা নয় শিক্ষিত নারীরা যেমন কর্মক্ষেত্রে ভাল করছে তেমনি তারা দেশ ও জাতীয় উন্নয়নে অবদান রাখছে। গতকাল রবিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী, রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু শফিউল আজম, সদর ইউপি চেয়ারম্যান রোকুনুজ্জামান রুকু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, একডালা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ। পরে রাণীনগর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে উপজেলার প্রায় ৬০ জন প্রশিক্ষন প্রাপ্ত অসহায়-দরিদ্র মহিলাদের মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই