নারী দিবসে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

বিশ্ব নারী দিবস উদযাপনে অভিনব ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। তাদের আগামী রোববারের এক ফ্লাইট পরিচচালনার দায়িত্বে থাকছেন নারীরা।

ওই বিশেষ বিমানটিতে পাইলটসহ মোট ১৪ জন ক্রু থাকবেন যাদের সবাই নারী। নারী ক্রুদের দ্বারা পরিচালিত বিমানটি আগামী ৬ মার্চ অর্থাৎ রোববার নয়াদিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের উদ্দেশে রওয়ানা হবে বলে এনডিটিভি জানিয়েছে। দু দিন পর এটি ফেরত আসবে।

নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক ঘটনা। আন্তর্জাতিক নারী দিবসের দিন অর্থাৎ আগামী ৮ মার্চ মঙ্গলবার দেশে ফেরত আসবে বিমানটি। ওই বিশেষ দিনে অভ্যন্তরীণ রুটেও নারীদের পরিচালিত একটি বিমান উড্ডয়নের পরিকল্পনা করেছে এয়ার ইন্ডিয়া। ৮ মার্চের ওই বিশেষ ফ্লাইটের ২০ ক্রুর সবাই থাকবেন নারী।

এয়ার ইন্ডিয়ার উর্ধ্বতন কর্মকর্তা আশ্বনি লোহানি ৬ই মার্চের ওই বিশেষ বিমানটিকে ‘নারী ক্ষমতায়নের’ প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।



মন্তব্য চালু নেই