নারীর যৌনতায় ‘ভ্যাজাইনাল অর্গাজম’ বলে কিছু নেই : গবেষণা প্রতিবেদন

নারীদের যৌনতা-সংক্রান্ত বহু গবেষণা হয়েছে। জি-স্পট, ক্লিটোরাল অর্গাজমের মতো বহু বিষয় উঠে এসেছে কিনা আবর্জনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন বহু বিজ্ঞানী। ইতালির সেক্সোলজি সেন্টার এর যৌন বিশেষজ্ঞ ভিনসেঞ্জো পুপো তার গবেষণায় বলেন, নারীদের চরম যৌন তৃপ্তি বলে বহুল প্রচলিত ভ্যাজাইনাল অর্গাজম বলতে কিছুই নেই।
পুপো বলেন, নারীদের অর্গাজম তখনই হবে যখন যৌনকর্মে অংশ নেওয়া প্রতিটি প্রত্যঙ্গ একযোগে কার্যকর হবে। নারীর অর্গাজমের চাবিকাঠি হলো নারীর মূত্রনালীর ক্লিটোরিস, ভাস্টিবুলার বাল্বস এবং পারস ইন্টারনেডিয়া, লাবিয়া মিনোরা এবং করপাস স্পঞ্জিওসাম এর সমন্বয়ে একটি পরিপূর্ণ প্রক্রিয়া।
এ গবেষণায় আরো বলা হয়, বিশ্বের অধিকাংশ নারী যৌনতার সময় অর্গাজমের স্বাদ পান না। তা ছাড়া নারীদের অর্গাজমের বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কারণ এর সম্পর্কে ভুল তথ্য প্রচলিত রয়েছে। পুরুষের বীর্যস্খলনের অর্থ এই নয় যে নারীর যৌনকর্মে ইতি ঘটেছে।
গবেষক জানান, পুরুষের চরম তৃপ্তির পরও অন্যান্য যৌন আচরণের মধ্য দিয়ে নারীদের অর্গাজন ঘটানো যেতে পারে।
‘ক্লিনিক্যাল অ্যানাটিম’ জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই