নারীর প্রতি সহিংসতা রোধে টিএসসিতে বিকেলে লাঠি মিছিল

সোহাগী জাহান তনুসহ দেশব্যাপী চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি’র রাজু ভাস্কর্যে লাঠি মিছিল করবে প্রীতিলতা ব্রিগেড।

গতকাল (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ‘লড়াই সংগ্রাম, সমাজপ্রগতি, নারী অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রণী প্রতিষ্ঠান প্রীতিলতা ব্রিগেড, আগামীকাল (আজ) ২ এপ্রিল শনিবার, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে সোহাগী জাহান তনুসহ চলমান নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন সন্ত্রাসের প্রেক্ষাপটে লাঠি মিছিল হতে যাচ্ছে।’

আরো বলা হয়, গত বছর টিএসসিতে বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ৬ লাখ গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হয়। তারপরও এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্র এবং প্রশাসন বর্ষবরণে যৌন সন্ত্রাস, সোহাগী জাহান তনুসহ সকল যৌন নিপীড়নের ঘটনায় অসহ্য নির্লিপ্ততা প্রকাশ করছে।

এসবের প্রতিবাদেই লাঠি মিছিলের আয়োজন করা হয়েছে। লাঠি মিছিলে সবাইকে অংশ নেয়ার আহ্বানও করা হয়েছে।



মন্তব্য চালু নেই