‘নারীরা সুযোগ পেলে দক্ষতার পরিচয় দিচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মেয়েরা যখন যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেখানেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটাই আমার গলার জোর বৃদ্ধি করছে।’

শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নারী উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সমাজে নারীদের যে অবস্থান, সেটা জাতির পিতাই করে দিয়ে গেছেন। সে কারণে, আমরা যখন সরকার গঠন করেছি, নারীদের উন্নয়নে মনোযোগ দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম, যখন দেখলাম, সরকারের উচ্চপর্যায়ে কোনো নারী কর্মকর্তা নেই। হাইকোর্টে কোনো নারী বিচারক ছিল না। পুলিশ বিভাগে কোনো নারী এসপি ছিল না, ওসি ছিল না। এসব দেখে আমি তখন বলতাম, বিনা কারণে কেন আমরা নারীদের এসব জায়গায় দায়িত্ব দেব না? তখন অনেকে বলত, মেয়েদের দিলে তারা কীভাবে কাজ করবে? আমি বলতাম, আমাদের মেয়েরাই ভালো করবে। তখন আমি একজন নারী এসপি দিলাম মুন্সীগঞ্জে। সে ওখানে যোগদান করার কিছুদিন পরেই একটি বিরাট ডাকাতদল ধরে ফেলল।তখন আমার গলার জোরও বেড়ে গেল।’

নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের পক্ষেপের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘একসময় আমি বলতে বাধ্য হয়েছি, যদি কোনো প্রমোশন বা কোনো ফাইলে মেয়েদের নাম না থাকে, তাহলে আমি ওই ফাইল সই করব না। এভাবেই মেয়েদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সব জায়গায় মেয়েদের একটি অবস্থান করে দেওয়ার জন্য কাজ করছি। কারণ আমরা কোনোদিকে পিছিয়ে থাকতে চাই না। আমাদের মেয়েরা যখন যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেখানেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটাই আমার গলার জোর বৃদ্ধি করছে।’

সমাজের পিছিয়ে পড়া নারীদের সেবার জন্য মহিলা সমিতির যথেষ্ট অবদান আছে বলেও উল্লেখ করেন তিনি।



মন্তব্য চালু নেই