নারীদের তুলনায় পুরুষের আয়ু কম কেন?

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, একজন পুরুষ নিজেকে যতটা শক্তিশালী মনে করে, সে ততটা শক্তিশালী নয়। একজন পুরুষ সহজে ডাক্তারের নিকট যেতে চায় না এবং ডাক্তারকে পছন্দও করে না।

একজন নারী যে কোনও সমস্যায় ডাক্তারের দ্বারস্থ হতে রাজি হলেও, একজন পুরুষ সহজে ডাক্তারের নিকট যেতে ইচ্ছুক নয়। আবার ডাক্তারের নিকট যাবার পরেও তারা ঠিকমত নিজেদের শারীরিক সমস্যার বিসয়ে আলোচনা করতে পারে না। তাই বিজ্ঞানীদের ধারণা পুরুষের মৃত্যুহার বেশি হবার পেছনে এটি মূল কারণ।

বিজ্ঞানীদের সামনে প্রশ্ন ছিল যে, নারীদের তুলনায় পুরুষেরা কম বয়সে মারা যায় কেন? গবেষক ডায়না সানচেজ বলেন, নারীদের তুলনায় পুরুষেরা ৫ বছর আগে মারা যায়। কিন্তু এতে মানসিক পরিবর্তনের কোন কারণ নেই।

অনেক পুরুষেরা বিশ্বাস করেন যে, নিজেদের অনেক শক্তিশালী থাকতে হবে। তারা নিজেদের অনেক সাহসী প্রমাণ করতে জেয়ে নিজেদের স্বাস্থ্যের কোন খেয়াল রাখে না। তারা নিজেদের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে চায়। তারা নিজেদের রোগ লুকিয়ে রাখতে যেয়ে এই ভয়ানক বিপর্যয়ের শিকার।–সুত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই