নারীকে যৌন নির্যাতনকারী একজনের পরিচয় উন্মোচন করল ফেসবুকের এক পেইজ

পহেলা বৈশাখে টিএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে নারীদের উপর ন্যাক্কারজনকভাবে যৌন নির্যাতন চালানো হয়। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল এবারের অমর একুশের বই মেলায়। পুলিশ বলেছিল তারা অপরাধীদের চহ্নিত করতে পারেনি। এবার ফেসবুকের এক পেইজ (‘মজা লস?’) এক অপরাধী যৌন নির্যাতনকারীকে চিহ্নত করার দাবী করছে। তারা যা লিখছে তাদের ফেসবুক পেইজে সেটা আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য হুবুহু তুলে ধরলাম।

“এই পহেলা বৈশাখে ঘটে যাওয়ার মতই আরেকটি ‘সবার চোখের সামনে’ ঘটে যাওয়া ঘটনা। পুলিশ সেইবারও বলেছিল ‘উপযুক্ত প্রমানের অভাবে আমরা কিছু করতে পারছি না। এতো মানুষের ভিড়ে অপরাধী সনাক্ত করা অনেক কঠিন’। প্রিয় পুলিশ বাহিনী, এই নিন- একজনকে খুঁজে বের করে দেয়া হলো, এইবার গ্রেফতারের কাজটা সেরে ফেলেন। নাকি আবার অজুহাত খুজবেন? পুলিশকে বারবার খোঁচাইতে আমাদেরও ভাল্লাগে না, কিন্তু হাতে গোনা অল্প কয়েকজন ভালো মানুষ ছাড়া আপনাদের গোটা Police Force মনে হয় একই ভাবে চলে! সবাই ঘুমালে কিভাবে হবে? তিতুমীর কলেজের ছাত্র, কলেজটা মহাখালীতে। পুলিশের গাড়ির ড্রাইভারকে বললে নিয়ে যাবে। বাসায় আর থানায় বসে হাওয়া খেয়ে লাভ হবে? রাস্তায় সারাদিন দাড়ায় কষ্ট করেন এইসব ‘নেকামি-মার্কা’ বলে এখন সিম্প্যাথি নেয়ার চেষ্টা করবেন না। একটা পদবী দেয়া হয়েছে, তার সম্মান রাখেন, কাজ করেন, সালাম-সম্মান আপনা-আপনিই পাবেন।”

Capture-ournewsbd



মন্তব্য চালু নেই