নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ দিবস পালিত

কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম: র‌্যালী, দুর্যোগকালীন প্রস্তুতি মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে কালেক্টরেট স্কুল মাঠে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালিব মোল্লা এবং কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, কুড়িগ্রাম একটি দুর্যোগ প্রবন এলাকা। তাই দুর্যোগ মোকাবেলায় জেলার সকল শ্রেনির মানুষকে সচেতন করে তুলতে হবে। এতে ভূমিকম্পসহ যেকোন দুর্যোগ কালীন সময়ে ক্ষতির পরিমাণ কমে আসবে।



মন্তব্য চালু নেই