নানান আয়োজনে কলারোয়ায় উদযাপিত হলো বর্ষবরণ অনুষ্ঠান

নানান আয়োজনের মধ্যদিয়ে কলারোয়ায় উদযাপিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। পহেলা বৈশাখকে স্বাগত জানাতে বাহারি ঢং-এ বর্ণিলরূপে সাজে কলারোয়া। বিশেষ করে শিশু-কিশোরদের আনন্দোল্লাসে মেতে ওঠে গোটা জনপদটি। সোমবার পৃথক ভাবে বর্ষবরণের অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও কলারোয়া পাবলিক ইন্সটিটিউট। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র‌্যালী। কপাই’র উদ্যোগে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত হয় প্রভাতী সংগীত, ডিসপ্লে, পান্তা ভোজন ও সন্ধ্যায় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে কপাই সাধারণ সম্পাদক এড.কামাল রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন। ধারবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাউল সম্মেলন ও সংগীত। বুধবার হবে জারীগানের আসর। এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, নাচ, গান চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। এবারের আয়োজনে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলারোয়া।



মন্তব্য চালু নেই