নাটক নির্মাণে সেঞ্চুরী করলেন জি.এম.সৈকত

খন্ডনাটক ‘বৃদ্ধাশ্রম’ নির্মাণের মধ্য দিয়ে ক্যারিয়ারের শততম নাটক নির্মান করলেন সময়ের আলোচিত নাট্য নির্মাতা, সাতক্ষীরার কৃতি সন্তান জি.এম.সৈকত। আসন্ন ঈদুল ফিতরে বিটিভি’তে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মান করা হয়েছে। এব্যাপারে নাট্য নির্মাতা জি.এম.সৈকত বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি গতানুগতিক গল্পের বাইরে দর্শক চাহিদা মাথায় রেখে নাটক করতে। গত ঈদে বিটিভিতে ‘মা’ এবং ‘বাবা’ নামে দুটি নাটক ব্যাপক দর্শক প্রিয়তা পাওয়ায় আমি ‘বৃদ্ধাশ্রম’-নাটকটি নির্মানের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে।’ খন্ডনাটক ‘বৃদ্ধাশ্রম’ এ অভিনয় করেছেন হিল্লোল, নওশীন, খালেদা আক্তার কল্পনা, ঝুনা চৌধুরী,বৃষ্টি ময় অগ্নি, কাইয়ুম প্রমুখ। এছাড়া আসন্ন ঈদুল ফিতরে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে জি. এম. সৈকতের পরিচালনায় নাটক ‘পিঞ্জর’, চাঁদনী ও ‘ভালোবাসাকে ভালোবাসি’প্রচারিত হবে।



মন্তব্য চালু নেই