নাজিমউদ্দিনকে ৩ মাস আগে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা

ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নাজিমউদ্দিন সামাদকে হত্যার তিনমাস আগে পরিকল্পনা করে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হত্যার কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনে বাসাভাড়া নেয় জঙ্গিরা। এরপর তারা সামাদের যাওয়া-আসার পথে কয়েকদিন তাকে অনুসরণ করে এবং ৬ এপ্রিল রাতে হামলা চালিয়ে হত্যা করে।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে রবিবার রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান নামে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি ও ডিবি পুলিশ।

মনিরুল ইসলাম বলেন, ‘নাজিমউদ্দিন সামাদকে হত্যার তিনমাস আগে পরিকল্পনা করে আনসার আল ইসলাম। নাজিমউদ্দিন মেসে থাকতেন। তাই বাসায় গিয়ে তাকে হত্যা করা সম্ভব নয় বলে মনে করে জঙ্গিরা। এ কারণে বাসায় আসা-যাওয়ার পথে নাজিমউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে তারা। এরপর জঙ্গি সংগঠনটি মো. রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান নাজিমউদ্দিন সামাদকে হত্যার নির্দেশ পায়। তার নেতৃত্বে ঘটনার কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনে একটি বাসা ভাড়া নেওয়া হয়। এরপর ৬ এপ্রিল রাতে রশিদুন নবীর নেতৃত্বে পাঁচ জঙ্গি সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।’

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত রশিদুন নবী হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। দু’জন সামাদকে কুপিয়েছিল, তাদের মধ্যে এই রশিদুন নবীও ছিল। পাঁচজনের কাছেই চাপাতি ছিল। তবে একজনের কাছে একটি আগ্নেয়াস্ত্রও ছিল। সে গুলি করে।’

এ হত্যাকাণ্ড ছাড়াও প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টা ও জুলহাস মান্নান-মাহবুব তনয় হত্যাকাণ্ডের সঙ্গেও গ্রেফতারকৃত রশিদুন নবী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত রশিদুন নবীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডে পেলে এবিষয়ে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।’

এবছরের ৬ এপ্রিল রাতে পুরনো ঢাকার সূত্রাপুরের একরামপুর ট্রাফিক মোড়ে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত সামাদের ওপর প্রথমে চাপাতি দিয়ে হামলা চালায়। পরে গুলি করে তারা পালিয়ে যায়। নাজিমউদ্দিন সামাদ ঘটনাস্থলেই মারা যান।



মন্তব্য চালু নেই