নাছিরকে বিজয়ী করবেন মহিউদ্দিন

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দিয়েছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। একই সঙ্গে পূর্ব ঘোষিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী থেকে নিজের নাম প্রত্যাহারও করেছে তিনি।

শনিবার সকালে নগরীর চশমা হিলের বাসভবনে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিনর নির্বাচন করার ব্যাপারে আগ্রহী হলেও এবার দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে।

মহিউদ্দিন চৌধুরী শনিবার সকালে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে করে চট্টগ্রামে আসেন। এরপর সাংবাদিকরা তার বাসায় গেলে তিনি স্বভাবসূলভ ভঙ্গিতে বলেন, ‘আপনারা (সাংবাদিক) আমার বাসায় এসেছেন মেয়র প্রার্থী নিয়ে আমার প্রতিক্রিয়া জানতে। নেত্রী নাছিরকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন। এখন দলের সব নেতাকর্মীকে নিয়ে তাকে বিজয়ী করতে কাজ করতে হবে।’

নির্বাচনে নিজের প্রার্থীতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল করলেতো দলের সিদ্ধান্ত মানতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। আমি নাছিরের পক্ষে মাঠে নামবো।’

দলের সকলে একসঙ্গে কাজ করবে জানিয়ে মহিউদ্দিন বলেন, ‘প্রার্থী নিয়ে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল বটে। নেত্রী যাকে উপযুক্ত মনে করেছেন তাকে সমর্থন দিয়েছেন। এখন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।’

সাবেক মেয়র বলেন, ‘চট্টগ্রামকে বাসযোগ্য করে গড়ে তুলতে পরিকল্পনা নিয়ে এগুতে হবে। নগরীতে জলাবদ্ধতাসহ অনেক সমস্যা রয়েছে। সেগুলো সবাইকে নিয়ে সমাধানে আমরা শিগগিরই কর্মপরিকল্পনা ঠিক করবো।’

তিনি আরো বলেন, ‘নগর আওয়ামী লীগের সকল শীর্ষ নেতাকে একই মঞ্চে নিয়ে কয়েক দিনের মধ্যে আমরা প্রার্থীকে নিয়ে বসবো। প্রার্থীর সঙ্গে এখনো কথা হয়নি। কথা হলে, সিটি নির্বাচন নিয়ে বিস্তারিত সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীর কাছে তুলে ধরা হবে।’



মন্তব্য চালু নেই