নাক ডাকার সমস্যা থাকলে এখনি জেনে নিন এই বালিশের গুণাগুণ?

আমাদের সবারই কমবেশি ত্বকের সমস্যা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা হলো রিঙ্কেল। একটু বয়স হলেই তার ছাপ আমাদের ত্বকের ওপর পড়তে থাকে। এই রিঙ্কেলের হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয়। অনেক ট্রিটমেন্টের পরেও ত্বকের রিঙ্কেল কমানো যায় না। তবে এবার এই রিঙ্কেল কমানোর এক অভিনব উপায় এসে গেল।

রিঙ্কেল কমানোর জন্য সবথেকে বড় ওষুধ হল ঘুম। সারাদিনের ক্লান্তির পর দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। ঘুম সঠিক না হলেই দেখা দেয় নানারকম সমস্যা। দেখা দিতে পারে চোখের নিচে কালি। এমনকি রিঙ্কেলও দেখা দেয় এর জন্য।

রিঙ্কেল ফ্রি ত্বকের জন্য এক বিশেষ ধরণের বালিশ এনেছে একটি সংস্থা। এই বালিশটার দুটো দিক ইংরেজী অক্ষর C এর মতো। কিন্তু সাধারণ বালিশের থেকে এই বালিশে কী এমন রয়েছে যাতে আমাদের রিঙ্কেল কমে যাবে? এই C আকারের বালিশের সঙ্গে আমাদের চোখ, চোয়াল এবং গাল সংস্পর্শে থাকে। এর ফলে আমাদের ঘুম খুব ভালো হয়।

তবে নাক ডাকার প্রবণতা যাদের রয়েছে, তারাও এই বালিশ ব্যবহার করতে পারেন। এর ফলে নাক ডাকাও কমে যাবে। ঘুম ভালো হলেই আমের রিঙ্কেলের সমস্যাও সামাধান হতে পারে।



মন্তব্য চালু নেই