নাকের ত্বকে অযথা দাগ নয়

মুখের ত্বক ভালো হলেও অনেকের দেখা যায় নাকের উপরে ও দুপাশে ছোট বড় ফুসকুড়ি, কালো বা সাদা দানা, ছোপ ছোপ দাগ, ব্রণ বা অন্য সমস্যা। ঋতু পরিবর্তনের সময় নাকের দুপাশে খুশকির মতো চামড়া উঠার পরিমাণ বেড়ে যায়। এসব সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত নাকের যত্ন নেয়া প্রয়োজন।

* নাকের দুপাশে প্রায়ই কালচে ছোপ দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে এক চামচ মুলতানি মাটি, ৪ থেকে ৫ টা লবঙ্গ গুড়া গোলাপ জলে মিশিয়ে নাকের চারপাশে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

* নাকের উপর থেকে কালচে ভাব দূর করতে টকদই, মধু ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন।

* অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য অনেক সময় নাকের উপরে এবং দুপাশে আলগা মরা চামড়া দেখা দেয়। কমলালেবুর খোসাগুঁড়ো, আমন্ড পাউডার ও ওটের ভুসি দুধের সাথে মিশিয়ে লাগিয়ে নিন ত্বকে। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।

* নাকের চারপাশের ত্বক শুষ্ক হয়ে গেলে আমন্ড অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে ২ থেকে ৩ বার ম্যাসেজ করুন।



মন্তব্য চালু নেই