নাইটক্লাবের হামলাকারী চীনা : দাবি তুরস্কের উপ-প্রধানমন্ত্রীর

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী ভেইসি কায়নাক বলেছেন, ইংরেজি নববর্ষের দিনে ইস্তাম্বুলের নাইটক্লাবে বন্দুক হামলাকারী সম্ভবত চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের। ওই হামলাকারীর অবস্থান এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তুরস্ক।

এর আগে গত শনিবার নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে ইস্তাম্বুলের নাইটক্লাবে সান্তাক্লজের পোশাক পরিহিত এক বন্দুকধারীর হামলায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে।

দেশটির টেলিভিশন চ্যানেল এ হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে কায়নাক বলেন, তিনি হামলাকারীর দেশের বাইরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিতে পারেন না; তবে তুরস্কে যে অভিযান চলছে শিগগিরই তার ফল পাওয়া যাবে।

উপ-প্রধানমন্ত্রী বলেন, বন্দুকধারী একাই হামলায় অংশ নিলেও সম্ভবত অন্যান্যরা তাকে সহায়তা করেছে। সূত্র: রয়টার্স।



মন্তব্য চালু নেই