নাইজেরিয়ায় গণকবরের সন্ধান

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দামাসাক শহরের বাইরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।

বিবিসি বলছে, সম্প্রতি বোকো হারাম জঙ্গিদের কাছ থেকে শহরটি পুনর্দখলের পরই সেখানে একটি গণকবর খুঁজে পাওয়া গেছে। এতে প্রায় ১শ মৃতদেহ রয়েছে বলে জানা গেছে। তবে বিবিসিতে লাশের সংখ্যা ৭০ বলে উল্লেখ করা হয়েছে। এসব লোকজনকে দিন কয়েক আগেই হত্যা করা হয়েছিল। মরুভূমির শুষ্ক আবহাওয়ায় মৃতদেহগুলো মমিতে পরিণত হয় বলে জানা গেছে। অধিকাংশকে গলা কেটে হত্যা করা হয়েছিল। এছাড়া সেখানে কিছু ছিন্ন বিছিন্ন লাশও রয়েছে।

শনিবার প্রতিবেশী নাইজার এবং চাদের সেনাবাহিনী বোকো হারামের কাছ থেকে দামাসাক দখল করে নেয়ার পরই এই গণকবরটি খুঁজে পায়। ধারণা করা হচ্ছে, জঙ্গিরাই শহরের এসব লোকজনকে হত্যা করেছিল। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া তাদেরকে কী কারণে হত্যা করা হয়েছে এটিও স্পষ্ট নয়।

মাত্র কদিন আগেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এই গোষ্ঠীকে পরাজিত করার আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, বোকো হারামের জঙ্গিরা দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে এবং আগামী এক মাসের মধ্যেই তাদের দখলকৃত সমস্ত ভূমি উদ্ধার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, বর্নো রাজ্যের অন্তর্গত দামাসাক একটি বাণিজ্যিক শহর। গত বছরের শেষ নাগাদ এটি দখল করে নিয়েছিল বোকো হারাম।



মন্তব্য চালু নেই