নাইজেরিয়ায় আত্মঘাতি হামলায় নিহত ১০

নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে। শনিবার দেশটির ‍উত্তর-পূর্বের শহর মাইদুগুরিতে ১০ বছরের এক শিশু এ হামলা চালায়।

আর্ন্তজাতিক দাতব্য সংস্থা রেডক্রস কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে মাইদুগুরির ব্যস্ততম একটি মার্কেটে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এর আগে গত বছর মার্কেটটিতে দুই বার আত্মঘাতি হামলা চালানো হয়েছিল। তাৎক্ষনিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির চরমপন্থি সংগঠন বোকো হারাম আত্মঘাতি হামলায় নারী ও শিশুদের ব্যবহার করে থাকে।

আশিরু মুস্তফা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মার্কেটের প্রবেশ পথে যখন শিশুটির তল্লাশি হচ্ছিল ঠিক তখনই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, ‘ মেয়েটির বয়স আনুমানিক দশ বছর। শরীরে বোমা বাঁধা আছে ওই বিষয়টি মেয়েটি জানতো কিনা সে বিষয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। কিন্তু দুখঃজনকভাবে সে জানার আগেই বোমাটির বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে ১০জন নিহত হয়েছে।

রেডক্রসের এক কর্মকর্তা জানান,ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ১০ জনের মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই